যেভাবে আপনার সিপ্যানেল রিস্টোর বা ক্লিয়ার করবেন Print

  • Hosting, Cpanel
  • 1

আপনি যদি কোন কারণে আপনার সিপ্যানেল রিস্টোর, বা ডিলেট করে সম্পূর্ণ নতুনভাবে করতে চান বা ক্লিয়ার করে শুরু করতে চান। তাহলে সেটি আপনি নিজেই করতে পারবেন।

কিভাবে?

অনুসরণ করুন এই স্টেপসগুলো-

প্রথমে আপনার সিপ্যানেল এ লগিন করুন।

তারপর File Manager এ প্রবেশ করুন।

এবার আপনি আপনার হোম ডিরেকটরিতে আছেন। এখানে যা ফাইল আছে সব ডিলেট করুন।

এবার MySQL® Databases এ প্রবেশ করুন এবং সেখানে কোন ডাটাবেজ থাকলে সেগুলোও ডিলেট করুন।

এরপর এই লিংক থেকে সিপ্যানেল এর ফাইল্গুলো ডাওনলোড করুন। 

Download Link 1: https://mega.nz/file/7rwUhS7R#iRh8KX1SbxuYeTopAI17x7NbzK40kfow0rqcbOX-77s

Download Link 2: https://drive.google.com/file/d/12BEY7NjKOJY6ioCmT94A0ZNjS2MA0KFJ/view?usp=sharing

 

ডাওনলোড করা জিপ ফাইলটি হোম ডিরেকটরিতে আপলোড করে এক্সট্রাক্ট করে নিন।

আপনার সিপ্যানেল এখন রেডি।

File permisson এর কাওরনে অনেক সমস্য সমস্যা হয়ে থাকে। 

File Permisson 6 4 4

Folder Permisson 7 5 5

কোনরকম সমস্যা মনে হলে আমাদের লাইভ চ্যাট এর মাধ্যমে যোগাযোগ করুন।

 

ধন্যবাদ!


Was this answer helpful?

Related Articles

একটি ব্লগ সাইট,একটি লাইফ ইন্সুরেন্স একটি ব্লগ সাইট,একটি লাইফ ইন্সুরেন্স আমরা অনেকেই আছি যারা মোটামুটি লিখতে পারি এবং যারা লিখতে... টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন আর আপনার সাইট কে রাখুন সুরক্ষিত Two Factor Authentication-টু ফ্যাক্টর... হোস্টিং কি? বিস্তারিত জানুন আপনি একটি ডোমেইন কিনলেন মানে ইন্টারনেটে আপনি একটি স্থান কিনলেন, এখন আপনার ডোমেইনটিকে ২৪/৭ অনলাইনে... মনে রাখবেন, ওয়েবসাইট হোস্টিং এর ক্ষেত্রে ডিস্ক স্পেস থেকেও ব্যান্ডউইথ বেশি গুরুত্ব পূর্ণ ****মনে রাখবেন, “ওয়েবসাইট হোস্টিং এর ক্ষেত্রে ডিস্ক স্পেস থেকেও ব্যান্ডউইথ বেশি গুরুত্ব পূর্ণ****... SSL ‍Certificate কি? SSL (Secure Sockets Layer) হচ্ছে একটি সিকিউর লেয়ার যা, সাইটের ব্যবহারকারীর তথ্যসহ ঐ সাইটের...
« Back

Powered by WHMCompleteSolution