ডোমেইন ট্রেডমার্ক Print

  • 0

 
যদি আপনি কোন কোম্পানির নাম বা কাছাকাছি নামে ডোমেইন নেম নিয়ে সেটি এমনভাবে ব্যবহার করেন যাতে কোম্পানির ব্যবসা বা ট্রেডমার্কের ক্ষতি হয় বা তার উপরে প্রভাব পরে, সেক্ষেত্রে ঐ কোম্পানি UDRP ক্লেইম করতে পারবে।

যেমন আপনি alibaba.com.bd ডোমেইনটি নিয়ে একইরকম লোগো বা একইরকম ডিজাইন ব্যবহার করে ইকমার্স সাইট করলেন সেক্ষেত্রে আলিবাবা ক্লেইম করতে পারবে
কিন্তু যখন আপনি একটি ডোমেইন শুধুমাত্র রেজিস্ট্রেশন করে রাখবেন, কিন্তু ঐ কোম্পানির ক্ষতি হয় এমনভাবে ব্যবহার করবেন না, সেক্ষেত্রে ঐ কোম্পানির কিছু বলার নেই। কারণ, এতে ঐ কোম্পানির ট্রেডমার্কের কোন ক্ষতি হচ্ছেনা।
সেইম ট্রেড মার্ক ডোমেইন আপনি প্রোডাক্টশনে গেলেন কিন্তু আপনি অন্য ক্যাটাগরির বিজনেস করলেন, এতেও ট্রেডমার্ক ভঙ্গ হবে না।

অনেক সময়ে রেজিস্ট্রি নিজেও এটি করে থাকে। যেমনঃ .tm রেজিস্ট্রি pay.tm ডোমেইনটিকে রেজিস্ট্রেশন করে প্রিমিয়াম করে রেখেছে। আর Paytm হচ্ছে ইন্ডিয়ান একটি বিখ্যাত পেমেন্ট প্রসেসর।

এক কথায়, প্রিমিয়াম ডোমেইনের মাধ্যমে ট্রেডমার্কের ক্ষতি করা হয়না।কিন্তু যখন আপনি এরকম একটি ডোমেইন ব্যবহার করছেন , তখন আর সেটি প্রিমিয়াম থাকছেনা, এটি প্রোডাকশনে চলে যাচ্ছে।
লিখেছেনঃ Swadhin Khan
Source: DAB

Was this answer helpful?

« Back

Powered by WHMCompleteSolution