প্রিমিয়াম ডোমেইন কী? Print

  • 0

 
সাধারণত এমন কিছু ডোমেইন নেম যেগুলার ভালো মার্কেট ভ্যালু আছে তা আগেই কোন ব্যক্তি বা রেজিস্ট্রি নিজে রিসার্ভ করে রেখেছে। এই ডোমেইন গুলো কিনতে শুরুতেই অনেক বেশি টাকাপয়সা খরচ করা লাগে। কেউ যদি অকশানে অনেক হাই প্রাইস দিয়ে দাবি করে যে তার ডোমেইন প্রিমিয়াম এটার কোন ভিত্তি নাই। প্রিমিয়াম ডোমেইন নির্ভর করে এই ডোমেইন গুলো ব্র্যান্ডেবল কিনা। যেমন আপনি গুগল সার্চ করলেন "Pen" লিখে এখন আপনার ডোমেইন যদি হয় "Pen.com" তাহলে আপনাকে র‍্যাঙ্ক করাতে খুব একটা কষ্ট করা লাগবেনা। প্রিমিয়াম ডোমেইন গুলোর এসইও করা সহজ, ভালো সিপিসি পাওয়া যায় এরকম আরো অনেক সুবিধা আছে দেখেই এগুলা প্রিমিয়াম। কোয়ালিটির কারণেই প্রাইসিং এমন।
প্রিমিয়াম ডোমেইন রেজিস্ট্রেশন আর রিনিউয়ালের পার্থক্য অনুযায়ী দুই রকমেরঃ
১। রেজিস্ট্রি প্রিমিয়াম : কোন নতুন আসা জিটিএলডি এর রেজিস্ট্রি আগেই অনেকগুলো কিওয়ার্ড রিসার্ভ করে রাখে। এই ডোমেইন গুলা কিনতে যদি ৩০০০ ডলার লাগে রিনিউ করতেও ৩০০০ ডলারই লাগবে। তবে কিছু কিছু রেজিস্ট্রি জাস্ট রেজিস্ট্রেশান বছর প্রিমিয়াম প্রাইস নেয়।
২।ইউজার রেজিস্টারড প্রিমিয়াম : সাধারণত আগেই কেউ রেজিস্ট্রেশন করে ব্যবহার করেছে বা ব্যবহার না করে সেলের জন্য রেখে দিয়েছে। এই নামগুলা রেজিস্ট্রি প্রিমিয়াম হয় না। তার কারণ রেজিস্ট্রি প্রিমিয়াম ডোমেইন রিনিউ এর ধাক্কা সামলানো ইনভেস্টরের জন্য কষ্টকর। এগুলা প্রথম বারেই বেশি দাম দিয়ে কেনা লাগে, রিনিউ সাধারণ দামেই করা যায়।
কোন ভুল তথ্য দিলে সংশোধন করে দিয়েন। Source : DAB

Was this answer helpful?

« Back

Powered by WHMCompleteSolution