কম্পিউটার হঠাৎ স্লো হয়ে যায়? সমাধান যেনে নিনঃ Print

  • 0

প্রযুক্তির সেরা ডিভাইস হল কম্পিউটা। যা দিয়ে আমরা সব ধরনের কাজ করে থাকি। কম্পিউটারের প্রাণ হচ্ছে সফটওয়্যার। কম্পিউটার দ্বারা কোন কাজ করতে হলে প্রয়োজন হয় সফটওয়্যার আর এই সফটওয়্যার দ্বারাই কম্পিউটার পরিচালনা করা হয়।

সাধারনত আমরা যে কাজ করে থাকি না কেন সে কাজ অনুযায়ী কম্পিউটারে সফটওয়্যার ব্যবহার করে থাকি। অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সিস্টেম না থাকলে কম্পিউটার পরিচালনা করা য়ায় না।

কম্পিউটারর চালাতে চালাতে অনেক সময় দেখা যায় কম্পিউটা কাজ করার সময় স্লো হয়ে যায়।সে সময় আমাদের বিরক্ত লাগে এবং কাজের বেগাত ঘটে। কম্পিউটার যদি স্লো হয়ে যায় তাহলে কোন কাজ কারা য়ায় না, এবং কাজের কোন গতি পাওয়া যায় না।
সহজে আপনার কম্পিউটারকে ফাস্ট করেত যা করেত পারেনঃ

প্রথমিক ধাপঃ
প্রথমে আপনি যা করবেন, আপনার কম্পিটারের স্টার্ট মেনুতে গিয়ে program এ যাবেন তারপর Accessories সিলেক্ট করে system tools এ ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাবেন Disk Clean Up নামে একটি বক্স আসবে। সেখান থেকে টিক চিহ্নের মাধ্যমে ফাইল গুলো ডিলেট করে নিন।

দ্বিতীয় ধাপঃ
১. কম্পিউটারের Start মেনুতে গিয়ে Run এ প্রবেশ করুন এবং সেখানে লিখুন %temp% তারপর OK করুন এবং অপ্রয়োজনীয় সব ফাইল ডিলেট করুন।

২.কম্পিউটারের Start মেনুতে গিয়ে Run এ প্রবেশ করুন এবং সেখানে লিখুন prefetch তারপর OK করুন এবং অপ্রয়োজনীয় সব ফাইল ডিলেট করুন।

৩.কম্পিউটারের Start মেনুতে গিয়ে Run এ প্রবেশ করুন এবং সেখানে লিখুন recent তারপর OK করুন এবং অপ্রয়োজনীয় সব ফাইল ডিলেট করুন।

৪.কম্পিউটারের Start মেনুতে গিয়ে Run এ প্রবেশ করুন এবং সেখানে লিখুন temp তারপর OK করুন এবং অপ্রয়োজনীয় সব ফাইল ডিলেট করুন।

তৃতীয় ধাপঃ
প্রথমে আপনি কম্পিউটারের Start button ক্লিক করুন, সেখান থেকে all programs যান এবং তারপর accessories ক্লিক করুন, সেখান থেকে system tools এ গিয়ে Disk Derangement click করুন। তারপর আপনার প্রয়োজন মোতাবেক Disk ক্লিন করেনিন।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

…নিজে জানুন, অন্যকে জানান।


Was this answer helpful?

Related Articles

আপনার কম্পিটার কী স্লো হয়ে যাচ্ছে? দেখে নিন উপায়ঃ কম্পিউটারর চালাতে চালাতে অনেক সময় দেখা যায় যে কম্পিউটার স্লো হয়ে গেছে। সে ক্ষেএে অনেক বিরক্ত লাগে... ওয়েবসাইটের সুবিধাঃ কি?কি? জেনে নিন- ওয়েবসাইটের সুবিধাঃ কি?কি? জেনে নিন- আসসালামু আলাইকুম, বর্তমান বিশ্বের এই ইন্টারনেটের যুগে... যেভাবে WHCMS এ বিকাশ পেমেন্ট গেটওয়ে যুক্ত করবেনঃ যেভাবে WHCMS এ বিকাশ পেমেন্ট গেটওয়ে যুক্ত... *মেনে চলি কিছু নিয়ম ভালো রাখি আমাদের ইলেকট্রিক ডিভাইস। আমাদের এইদেশ ৬টি ঋতু এর দেশ যেখানে ১টি ঋতু বর্ষাকাল আমরা জানি এই সময় ঝড় লেগেই থাকে আর বর্তমানে... যাদের ওয়ার্ডপ্রেস আউটডেটেড, দ্রুত আপডেট করে নিন। যাদের ওয়ার্ডপ্রেস আউটডেটেড, দ্রুত আপডেট করে নিন।   আমরা অনেকেই ওয়ার্ডপ্রেস এর নতুন ভার্সনে...
« Back

Powered by WHMCompleteSolution