*মেনে চলি কিছু নিয়ম ভালো রাখি আমাদের ইলেকট্রিক ডিভাইস। Print

  • 0

আমাদের এইদেশ ৬টি ঋতু এর দেশ যেখানে ১টি ঋতু বর্ষাকাল আমরা জানি এই সময় ঝড় লেগেই থাকে আর বর্তমানে আমাদের দেশে খুব বেশি পরিমানে বজ্রপাত হচ্ছে বজ্রপাতের কারনে অনেকের কম্পিউটার, টিভিসহ নানা প্রজুক্তিপন্যের ক্ষতি হয়ে যায়। 
তবে কিছু কৌশল এবং সতর্কতা বজ্রপাতের কবল থেকে প্রজুক্তিপন্যকে রক্ষা করা যায়।

১) বজ্রপাতের আভাস পেলেই কম্পিউটার, রাউটার, টেলিভিশন, ফ্রিজসহ বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ অফ রাখতে হবে। 
বাসার বাইরে থাকার সময়ও ব্জ্রপাত হতে পারে। সে ক্ষেত্রে বাইরে যাওয়ার আগেই কম্পিউটার, রাউটার, টেলিভিশন, ফ্রিজসহ সকল বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ অফ করে বাহিরে যেতে হবে।

২) বজ্রপাতে সবথেকে বেশি নষ্ট হয় টেলিভিশন। কেননা টেলিভিশনের সাথে ডিশ এর সংযোগ থাকে কোন এলাকায় বজ্রপাত হলে ডিশের লাইনের মাধ্যমে সহজেই ক্ষতি করে।
অনেকেই কপম্পিউটারে টিভি কার্ড ব্যাবহার করে ফলে বজ্রপাতের সময় ডিশ লাইন সংযোগ থাকায় কম্পিউটারেরও ক্ষতি হতে পারে। এ ক্ষেত্রে বজ্রপাতের সময় ডিশের সংযোগটি খুলে রাখুন এতে করে আপনার প্রজুক্তিপন্যগুলি নিরাপদে থাকবে।

৩) বজ্রপাতে সব থেকে বেশি ক্ষতি হয় রাউটার ডিভাইসগুলোর।বজ্রপাতের আভাস পেলে শুধু রাউটার বন্ধ করলে হবে না। রাউটার থেকে ইন্টারনেটের ল্যান ক্যাবলটা খুলে রাখতে হবে। 
তবে যদি আপনার ইন্টারনেট সংযোগটি অপ্টিক্যাল ফাইবার ব্যাবহার করা তাহলে বজ্রপাতের ক্ষতির আশংকা কম থাকে।কেননা এসব ক্যাবলে ধাতব তারের ব্যাবহার হয় না।

৪) ভালোমানের মাল্টিপ্লাগ ব্যাবহার করতে হবে। যে মাল্টিপ্লাগ গু্লো সেলফ কন্ট্রোল অটোমেটিক সিস্টেমে বিদ্যুত প্রবাহ নিয়ন্ত্রন করে, সেগুলো ব্যাবহার করাই ভালো ফলে হাই ভোল্টেজ বজ্রপাতের সময়ও মাল্টিপ্লাগের সঙ্গে সংযুক্ত থাকা ডিভাইসে প্রভাব পরবে না।

#bdshapers #Security #Thuderstrom #SafeDevice


Was this answer helpful?

Related Articles

আপনার কম্পিটার কী স্লো হয়ে যাচ্ছে? দেখে নিন উপায়ঃ কম্পিউটারর চালাতে চালাতে অনেক সময় দেখা যায় যে কম্পিউটার স্লো হয়ে গেছে। সে ক্ষেএে অনেক বিরক্ত লাগে... ওয়েবসাইটের সুবিধাঃ কি?কি? জেনে নিন- ওয়েবসাইটের সুবিধাঃ কি?কি? জেনে নিন- আসসালামু আলাইকুম, বর্তমান বিশ্বের এই ইন্টারনেটের যুগে... যেভাবে WHCMS এ বিকাশ পেমেন্ট গেটওয়ে যুক্ত করবেনঃ যেভাবে WHCMS এ বিকাশ পেমেন্ট গেটওয়ে যুক্ত... কম্পিউটার হঠাৎ স্লো হয়ে যায়? সমাধান যেনে নিনঃ প্রযুক্তির সেরা ডিভাইস হল কম্পিউটা। যা দিয়ে আমরা সব ধরনের কাজ করে থাকি। কম্পিউটারের প্রাণ হচ্ছে... যাদের ওয়ার্ডপ্রেস আউটডেটেড, দ্রুত আপডেট করে নিন। যাদের ওয়ার্ডপ্রেস আউটডেটেড, দ্রুত আপডেট করে নিন।   আমরা অনেকেই ওয়ার্ডপ্রেস এর নতুন ভার্সনে...
« Back

Powered by WHMCompleteSolution