SSL ‍Certificate কি? Print

  • 0

SSL (Secure Sockets Layer) হচ্ছে একটি সিকিউর লেয়ার যা, সাইটের ব্যবহারকারীর তথ্যসহ ঐ সাইটের বিভিন্ন লিংক encrypt (এনক্রিপ্ট) করে রাখে। SSL Certificate ব্যবহার করার দ্বারা ভিজিটরের ইনফরমেশন, লগইন নেম, পাসওর্য়াড, পিন কোড, ডেবিট ও ক্রেডিট কার্ড নম্বর নিরাপদ থাকে| যার ফলে হ্যাকারা এসব তথ্য বের করতে পারে না। ‍এ জন্য এই সব সাইটে কেনা-কাটা করা নিরাপদ। কিভাবে বুঝবেন সাইটে SSL আছে কি না? সেসব সাইটে ‍SSL Certificate আছে যেসব সাইটের এড্রেস বা ইউআরএল (URL) এর শুরুতে https:// থাকবে। আর যে সব সাইটে ইউআরএল (URL) এর শুরুতে http:// দেখবেন সে সব সাইটে SSL Certificate দেয়া নাই। এমন সাইটে কেনা-কাটা করা নিরাপদ নয়।

Was this answer helpful?

Related Articles

একটি ব্লগ সাইট,একটি লাইফ ইন্সুরেন্স একটি ব্লগ সাইট,একটি লাইফ ইন্সুরেন্স আমরা অনেকেই আছি যারা মোটামুটি লিখতে পারি এবং যারা লিখতে... টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন আর আপনার সাইট কে রাখুন সুরক্ষিত Two Factor Authentication-টু ফ্যাক্টর... হোস্টিং কি? বিস্তারিত জানুন আপনি একটি ডোমেইন কিনলেন মানে ইন্টারনেটে আপনি একটি স্থান কিনলেন, এখন আপনার ডোমেইনটিকে ২৪/৭ অনলাইনে... মনে রাখবেন, ওয়েবসাইট হোস্টিং এর ক্ষেত্রে ডিস্ক স্পেস থেকেও ব্যান্ডউইথ বেশি গুরুত্ব পূর্ণ ****মনে রাখবেন, “ওয়েবসাইট হোস্টিং এর ক্ষেত্রে ডিস্ক স্পেস থেকেও ব্যান্ডউইথ বেশি গুরুত্ব পূর্ণ****... প্রতিদিন আয় করুন ৫৪০-১৫০০ টাকা বা তার ও বেশি বিডিশেপার্স এর প্রোডাক্ট বিক্রি করে।     প্রতিদিন আয় করুন ৫৪০-১৫০০ টাকা বা তার ও বেশি বিডিশেপার্স এর প্রোডাক্ট বিক্রি করে।   আমরা...
« Back

Powered by WHMCompleteSolution