মনে রাখবেন, ওয়েবসাইট হোস্টিং এর ক্ষেত্রে ডিস্ক স্পেস থেকেও ব্যান্ডউইথ বেশি গুরুত্ব পূর্ণ Print

  • Hosting, Bandwidth
  • 0

****মনে রাখবেন, “ওয়েবসাইট হোস্টিং এর ক্ষেত্রে ডিস্ক স্পেস থেকেও ব্যান্ডউইথ বেশি গুরুত্ব পূর্ণ****

আমরা অনেক সময় দেখি, আজকাল ৫ জিবি, ১০ জিবি ব্যান্ডউইথ দিয়ে বিভিন্ন হোস্টিং কোম্পানি তাদের গ্রাহকদের হোস্টিং প্যাকেজ অফার করছে। 
কখনো কখনো তারা চালাকি করে ডিস্কস্পেস বাড়িয়ে দিয়ে, ব্যান্ডউইথ কমিয়ে দিয়ে গ্রাহকদের হোস্টিং প্যাকেজ অফার করে। বস্তুত ৫ জিবি বা ১০ জিবি ব্যান্ডউইথ দিয়ে ছোটো খাটো ব্লগ চালানো সম্ভব। 
অতএব, আপনি যদি ব্যক্তিগত ব্লগ বা ওয়েবসাইট এর জন্য হোস্টিং নিতে চান, যেখানে ভিজিটর কম থাকবে, সেখানে টাকা বাচানোর জন্য ৫ জিবি বা ১০ জিবি ব্যান্ডউইথ এর হোস্টিং বেছে নিতে পারেন। 
ব্যান্ড উইথ লিমিট শেষ হয়ে গেলে, আপনার ওয়েবসাইট এ ঢুকলে নিচের ছবিটার মত এরর দেখাবে।

****মনে রাখবেন, “ওয়েবসাইট হোস্টিং এর ক্ষেত্রে ডিস্ক স্পেস থেকেও ব্যান্ডউইথ বেশি গুরুত্ব পূর্ণ****
=============================================
ব্যবসায়িক উদ্দ্যেশ্যে বা টাকা উপার্জনের উদ্দ্যেশ্যে আমরা যে ওয়েবসাইট গুলো তৈরি করি তাদের মধ্যে বিজ্ঞাপন প্রচার করে টাকা উপার্জন ভিত্তিক ওয়েবসাইট বেশি। 
এই ধরনের ওয়েবসাইটে খুব বেশি ডিস্ক স্পেস এর প্রয়োজন হয় না। তবে, বিজ্ঞাপন নির্ভর এই সাইট যত বেশি বিজ্ঞাপন প্রদর্শন করবে, তত বেশি টাকা উপার্জন করবে।
তাই, এই কথা অবশ্যই মাথায় রাখতে হবে, এই ধরনের ওয়েবসাইট এ পেইজভিউ বেশি হবে। 
যত বেশি পেইজ ভিউ হবে, বিজ্ঞাপন থেকে তত বেশি টাকা পাওয়া যাবে এবং তত বেশি ব্যান্ডউইথ খরচ হবে। 
৫ জিবি বা ১০ জিবি ব্যান্ডউইথ দিয়ে এই ধরনের ওয়েবসাইট হোস্ট করা বোকামি হবে। 
কিন্তু আপনার ভালো আপনাকেই বুজতে হবে। কারন, কোনো 
খুব কম ব্যান্ডউইথ দিয়ে ভালোভাবে কাজ করা ও কঠিন।
তাই আমদের হোস্টিং প্যাকেজ গুলো দেখুন যাচাই করুন তারপর অর্ডার করুন।
আর হ্যা আমাদের সার্ভার NginX তাই অন্যান্য সকল সার্ভার থেকে দুই গুন গতিতে চলে।
সবাই এখন NginX সার্ভার নিচ্ছে যাচাই করে দেখে বুঝে শুনে নিন।


Was this answer helpful?

Related Articles

একটি ব্লগ সাইট,একটি লাইফ ইন্সুরেন্স একটি ব্লগ সাইট,একটি লাইফ ইন্সুরেন্স আমরা অনেকেই আছি যারা মোটামুটি লিখতে পারি এবং যারা লিখতে... টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন আর আপনার সাইট কে রাখুন সুরক্ষিত Two Factor Authentication-টু ফ্যাক্টর... হোস্টিং কি? বিস্তারিত জানুন আপনি একটি ডোমেইন কিনলেন মানে ইন্টারনেটে আপনি একটি স্থান কিনলেন, এখন আপনার ডোমেইনটিকে ২৪/৭ অনলাইনে... SSL ‍Certificate কি? SSL (Secure Sockets Layer) হচ্ছে একটি সিকিউর লেয়ার যা, সাইটের ব্যবহারকারীর তথ্যসহ ঐ সাইটের... প্রতিদিন আয় করুন ৫৪০-১৫০০ টাকা বা তার ও বেশি বিডিশেপার্স এর প্রোডাক্ট বিক্রি করে।     প্রতিদিন আয় করুন ৫৪০-১৫০০ টাকা বা তার ও বেশি বিডিশেপার্স এর প্রোডাক্ট বিক্রি করে।   আমরা...
« Back

Powered by WHMCompleteSolution