ওয়েবসাইটের সুবিধাঃ কি?কি? জেনে নিন- Print

  • Tips, Tricks
  • 0

ওয়েবসাইটের সুবিধাঃ কি?কি? জেনে নিন-

আসসালামু আলাইকুম,

বর্তমান বিশ্বের এই ইন্টারনেটের যুগে যে কোন ব্যক্তি বা প্রতিষ্টানের পরিচয় তুলে ধরার জন্য একমাত্র মাধ্যম হলো ওয়েবসাইট।কোন ব্যক্তি বা প্রতিষ্টানের নিজেস্ব ওয়েবসাইট থাকলে তাকে বা প্রতিষ্টানকে বিশ্বের যেকোন মানুষ চিনতে বা জানতে পারবে অনায়সে।
তাছাড়া নিজের ওয়েবসাইটের মাধ্যমে টাকা উপার্জন তো আছেই।
ওয়েবসাইট ছাড়া বর্তমানে কোন কিছু চিন্তাই করাই যায় না। তাই ওয়েবসাইটের বিভিন্ন সুবিধাসমূহ হলোঃ

১। বিষয়ভিত্তিক ওয়েবসাইটের মাধ্যমে অনেক সহজেই টাকা ইনকাম করা যায়। যেমন নিউজ, ব্লগ, ম্যাগাজিন ইত্যাদি।
২। ঘরে বসেই কোন বিষয়ে প্রশিক্ষণ নেয়া যায়।
৩। ওয়েবসাইট থেকে দ্রুত তথ্য সংরক্ষণ ও আরহনণ করা যায়।
৪। ওযেবপেজে বিভিন্ন ধরনের স্ত্রিপ্ট ল্যাংগুয়েজ ব্যবহার করা যায়।
৫। ওয়েবসাইটগুলোর মাধ্যমে বিনা মূল্যে বিজ্ঞাপন প্রচার করা যায়।
৬। বিশ্বের যে কোন প্রান্ত থেকে যে কোন সময় তথ্যেও আদান -প্রদান করা যায়।
৭। ওয়েবসাইটের মাধ্যমে ব্যক্তি বা পোতিষ্ঠানের নাম সারাবিশ্বে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়।
৮। ওয়েবসাইটের মাধ্যমে যে কোন তথ্য, অডিও,ভিডিও,এবং ছবি ইত্যাদি প্রচার করা যায়।
৯। ওয়রবসাইটের মাধ্যমে সামাজিক, রাজনৈতিক,সংস্কৃতিকসহ প্রভৃতি বিষয়ে নিজস্ব মতামত ইপস্থাপন করা যায়।
১০। যে কোন বিষয় যেমন-কোন নির্দিষ্ট। স্থানের তাপমাত্রা, বাস, রেল, ও প্লেনের সময়সূচি, ভাড়া,ইত্যাদি জানা যায়।
১১। ঘরে বসে বিশ্বের নামকরা লাইব্রেরি থেকে বই পড়া বা ডাউনলোড করা যায়।
এমনি বিদেশী ডিগ্রীও অর্জন করা যায়।
ইত্যাদি টপিক গুলো নিয়ে নিজেও একটি সাইট বানিয়ে ইন্টারনেট থেকে টাকা উপার্জন করতে পারেন।

আর সাহায্যের জন্য সবসময় #bdshapers তো আছেই

 
 

Was this answer helpful?

Related Articles

আপনার কম্পিটার কী স্লো হয়ে যাচ্ছে? দেখে নিন উপায়ঃ কম্পিউটারর চালাতে চালাতে অনেক সময় দেখা যায় যে কম্পিউটার স্লো হয়ে গেছে। সে ক্ষেএে অনেক বিরক্ত লাগে... যেভাবে WHCMS এ বিকাশ পেমেন্ট গেটওয়ে যুক্ত করবেনঃ যেভাবে WHCMS এ বিকাশ পেমেন্ট গেটওয়ে যুক্ত... *মেনে চলি কিছু নিয়ম ভালো রাখি আমাদের ইলেকট্রিক ডিভাইস। আমাদের এইদেশ ৬টি ঋতু এর দেশ যেখানে ১টি ঋতু বর্ষাকাল আমরা জানি এই সময় ঝড় লেগেই থাকে আর বর্তমানে... কম্পিউটার হঠাৎ স্লো হয়ে যায়? সমাধান যেনে নিনঃ প্রযুক্তির সেরা ডিভাইস হল কম্পিউটা। যা দিয়ে আমরা সব ধরনের কাজ করে থাকি। কম্পিউটারের প্রাণ হচ্ছে... যাদের ওয়ার্ডপ্রেস আউটডেটেড, দ্রুত আপডেট করে নিন। যাদের ওয়ার্ডপ্রেস আউটডেটেড, দ্রুত আপডেট করে নিন।   আমরা অনেকেই ওয়ার্ডপ্রেস এর নতুন ভার্সনে...
« Back

Powered by WHMCompleteSolution