আপনার কম্পিটার কী স্লো হয়ে যাচ্ছে? দেখে নিন উপায়ঃ Print

  • Tips, Computer Tips, Slow Computer
  • 0

কম্পিউটারর চালাতে চালাতে অনেক সময় দেখা যায় যে কম্পিউটার স্লো হয়ে গেছে। সে ক্ষেএে অনেক বিরক্ত লাগে আপনার। মনে হয় কম্পিউটারর ভেংগে ফেলি। কিন্তু এই এই সমস্যা যদি সমাধান করা যায় তাহলে কেমন হবে বলুনতো। চলুন দেখা যাক কিভাবে এই সমস্যা সমাধান করা যায়।

প্রথমে আপনার কম্পিটারের স্টার্ট মেনুতে গিয়ে program সিলেক্ট করে সেখান থেকে Accessories সিলেক্ট করুন। তারপরsystem tools এ ক্লিক করুন সেখান থেকে Disk Clean Up সেখানে একটি বক্স আসবে। সেখানে File to delete এ যে ফাইল গুলো জায়গা গ্রহন করছে সে ফাইল গুলো টিক চিহ্নের মাধ্যমে সিলেক্ট করে ডিলেট করেন।

এবার স্টার্ট মেনুতে গিয়ে রানে প্রবেশ করুন। সেখানে টাইপ করুন %temp% তারপর ok করে সেখান থেকে অপ্রয়োজনীয় Temporary ফাইল সমূহ ডিলেট করে দিন। আবার রানে টাইপ করুন prefetch তারপর ok করে সেখানে temporary ডিলেট করুন তারপর আবার রানে টাইপ করুন recent এবং ok করে সেগুলোও ডিলেট করুন। ব্যাস আপনার কাজ কমপ্লিট।

#Computer_slow
#bdshapers


Was this answer helpful?

Related Articles

ওয়েবসাইটের সুবিধাঃ কি?কি? জেনে নিন- ওয়েবসাইটের সুবিধাঃ কি?কি? জেনে নিন- আসসালামু আলাইকুম, বর্তমান বিশ্বের এই ইন্টারনেটের যুগে... যেভাবে WHCMS এ বিকাশ পেমেন্ট গেটওয়ে যুক্ত করবেনঃ যেভাবে WHCMS এ বিকাশ পেমেন্ট গেটওয়ে যুক্ত... *মেনে চলি কিছু নিয়ম ভালো রাখি আমাদের ইলেকট্রিক ডিভাইস। আমাদের এইদেশ ৬টি ঋতু এর দেশ যেখানে ১টি ঋতু বর্ষাকাল আমরা জানি এই সময় ঝড় লেগেই থাকে আর বর্তমানে... কম্পিউটার হঠাৎ স্লো হয়ে যায়? সমাধান যেনে নিনঃ প্রযুক্তির সেরা ডিভাইস হল কম্পিউটা। যা দিয়ে আমরা সব ধরনের কাজ করে থাকি। কম্পিউটারের প্রাণ হচ্ছে... যাদের ওয়ার্ডপ্রেস আউটডেটেড, দ্রুত আপডেট করে নিন। যাদের ওয়ার্ডপ্রেস আউটডেটেড, দ্রুত আপডেট করে নিন।   আমরা অনেকেই ওয়ার্ডপ্রেস এর নতুন ভার্সনে...
« Back

Powered by WHMCompleteSolution